খেলাধুলা

ইনগ্রামের ব্যাটে পিএসএলের রেকর্ড

সোমবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের ম্যাচে ঝড় তুলেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কলিন ইনগ্রাম। টুর্নামেন্টের ইতিহাসের চতুর্থ সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন আগের তিনটিকেও।

Advertisement

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের করা ১৮৬ রানের জবাবে ইনগ্রামের অপরাজিত ১২৭ রানের ইনিংসে ভর করেই ৮ বল আগে জয়ের বন্দরে পৌঁছে গেছে করাচি কিংস। তুলে নিয়েছে পঞ্চম ম্যাচে নিজেদের দ্বিতীয় জয়।

পিএসএলের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার পথে ইনগ্রাম বল খরচ করেছেন মাত্র ৫৯টি। দ্বিতীয় ওভারে উইকেটে এসে একদম ম্যাচ শেষ করা পর্যন্ত খেলে ১২টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৮টি বিশাল ছক্কা। যা কি-না পিএসএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কারও রেকর্ড।

এতোদিন ধরে পিএসএলের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল শারজিল খানের দখলে। ২০১৬ সালের পিএসএলে পেশোয়ার জালমির বিপক্ষে ৬২ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের বাঁহাতি ব্যাটসম্যান শারজিল।

Advertisement

পিএসএল ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

১. কলিন ইনগ্রাম - ১২৭* বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস, ২০১৯২. শারজিল খান - ১১৭ বনাম পেশোয়ার জালমি, ২০১৬৩. কামরান আকমল - ১০৭* বনাম লাহোর কালান্দারস, ২০১৮৪. কামরান আকমল - ১০৪ বনাম করাচি কিংস, ২০১৭৫. লুক রঙ্কি - ৯৪* বনাম করাচি কিংস, ২০১৮

এসএএস/এমকেএইচ

Advertisement