খেলাধুলা

মোস্তাফিজকে তিন টেস্টেই খেলানোর পক্ষে নন ওয়ালশ!

ক্যারিয়ারের শুরুটা হয়েছিল দুর্দান্ত। বিষাক্ত সব কাটার-স্লোয়ারের মিশেলে ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছিলেন অল্প দিনেই। কিন্তু এরপরই পড়লেন কাঁধের ইনজুরিতে। কমে গেলো গতি, বেড়ে গেল আবারও ইনজুরিতে পড়ার ভয়।

Advertisement

যে কারণে এখন বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ব্যাপারে বাড়তি সতর্কতা পালন করে বিসিবি। যা বজায় রাখা হয়েছে চলতি নিউজিল্যান্ড সফরেও। সে কথা এবার উচ্চারিত হয়েছে জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কণ্ঠে।

ক্যারিবীয়ান কিংবদন্তি ওয়ালশের মতে মোস্তাফিজকে সতেজ রাখার জন্য হলেও তাকে তিন ম্যাচের টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ খেলানো কঠিন হবে। এছাড়া বিপিএল থেকে শুরু করে টানা খেলার মধ্যে থাকায় কাজের চাপটাও বেশি পড়ছে বলে মনে করেন ওয়ালশ।

ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচের পরে উপস্থিত সাংবাদিকদের ওয়ালশ বলেন, ‘মোস্তাফিজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতেই হয়। আমাদের নিশ্চিত করতে হবে যে সে ঠিক আছে এবং সতেজ আছে। তাই এখন বড় একটা প্রশ্ন হলো নির্বাচকরা তাকে টেস্ট সিরিজের কয় ম্যাচে নামাবে। কারণ আমরা সবাই জানি তার ওপর ম্যাচের চাপটা কতোটা।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমি মনে করি এ বিষয়ে আমাদের বসে ঠিক করতে হবে যে কোন পিচ বা কন্ডিশন তাকে ভালো মানায় এবং কোথায় তার জন্য খেলা কষ্টকর। আমার ধারণা তার পক্ষে সিরিজের তিনটি ম্যাচ খেলা বেশ কঠিন হবে, যদি আপনি তাকে সতেজ রাখতে চান বিশ্বকাপের আগে।’

এসময় টেস্ট সিরিজ জয়ের আশাও জানিয়ে দেন টাইগারদের বোলিং কোচ। তিনি বলেন, ‘অবশ্যই আমরা টেস্ট সিরিজ জিততে চাই। তাই প্রথম ম্যাচ থেকেই ইতিবাচক থাকতে হবে এবং আমাদের সেরা একাদশ বাছাই করতে হবে। যে কারণে মোস্তাফিজের ওপর চাপটা আরেকটু বেড়ে যাবে। তাই আমার দায়িত্ব মূলত এটা নিশ্চিত করা যে তাকে যাতে সতেজ পাওয়া যায়।’

এসএএস/এমকেএইচ

Advertisement