খেলাধুলা

সোহান-শহীদুলের কল্যাণে শেখ জামালের শুভসূচনা

প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১১ রানে হারিয়েছে তারা। দলের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান।

Advertisement

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালের করা ১৬৯ রানের জবাবে খেলাঘরের ইনিংস থামে ১৫৮ রানে। নিজের অভিষেক টি-টোয়েন্টিতেই ফিফটি করেও দলকে জেতাতে পারেননি খেলাঘর ওপেনার রবিউল ইসলাম রবি।

টসে হেরে ব্যাট করতে নেমে মূলত দলের সম্মিলিত পারফরম্যান্সেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ পায় শেখ জামাল। তবে সবার মাঝেও উজ্জ্বল ছিলেন সোহান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১টি চার ও ৩টি ছক্কার মারে ২৮ বলে ৪৩ রান করেন তিনি।

এছাড়া ইমতিয়াজ হোসেন ২৬ বলে ৩১, ফারদিন হাসান ১৯ বলে ২১, হাসানুজ্জামান ১৩ বলে ২৬ এবং নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৪ রান। পুরো ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়েছে শেখ জামাল। খেলাঘরের পক্ষে বল হাতে ২টি উইকেট নেন মইনুল ইসলাম।

Advertisement

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল খেলাঘর। উদ্বোধনী জুটিতে রবিউল ইসলাম ও সাদিকুর রহমান যোগ করেন ৪১ রান। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মাহিদুল অঙ্কনকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন রবি। সাদিকুর ২১ এবং অঙ্কন করেন ৩৪ রান।

নিজের অভিষেক ম্যাচেই ফিফটি করা রবির ব্যাট থেকে আসে ৬৯ রানের ইনিংস। ৫১ বলে ৭টি চারের সঙ্গে ৩টি ছয়ের মারে নিজের ইনিংস সাজান তিনি। শেষদিকে শেখ জামালের জয় নিশ্চিত করেন ডানহাতি পেসার শহীদুল ইসলাম।

নিজের ৪ ওভারের স্পেলে ৩৬ রান খরচ করলেও খেলাঘরের মূল ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি। শেষপর্যন্ত ৫ উইকেটে ১৫৮ রানে থামে খেলাঘরের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার জেতেন শহীদুল।

এসএএস/এমএস

Advertisement