ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুরে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসীর মধ্য সংঘর্ষে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Advertisement
সোমবার দুপুরে গ্রামবাসীর সঙ্গে তদন্ত কমিটির সদস্যরা মত বিনিময় সভা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে ৫ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, জন নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মুঃ মোহসিন চৌধুরী, উপ-সচিব জাকির হোসেন, বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লে. কর্নেল মোর্শেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ নুরুন নাহার ওসমানী ও সদস্য নজরুল ইসলাম।
তদন্ত টিমের প্রধান জন নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মুঃ মোহসিন চৌধুরী বলেন, কিভাবে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তদন্ত রিপোর্ট প্রদান করবো।
Advertisement
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিজিবির গুলিতে গ্রামের সাধারণ ৩ জন মানুষ নিহত হন।
রবিউল এহসান রিপন/এমএএস/এমএস