শুঁটকির নাম শুনলে জিভে জল চলে আসে অনেক ভোজনরসিকেরই। ধোঁয়াওঠা গরম একথালা ভাতের সঙ্গে শুঁটকির যেকোনো পদ হলে তো কথাই নেই! শুঁটকি ভুনা কিংবা ভর্তা করে খেয়ে থাকেন, কিন্তু শুঁটকির পাতুরির রেসিপি অনেকেরই জানা নেই। আজ চলুন জেনে নেয়া যাক শুঁটকি পাতুরি তৈরির রেসিপি-
Advertisement
আরও পড়ুন: বিফ মাসালা রাঁধবেন যেভাবে
উপকরণ:
চ্যাপা শুঁটকি ৫০ গ্রামআলু কুচি ২ কাপপেঁয়াজ কুচি ১ কাপরসুন বাটা ২ টেবিল চামচমরিচ বাটা ৩ টেবিল চামচহলুদ বাটা ১ চা চামচআদা বাটা আধা টেবিল চামচধনিয়াপাতা কুচি আধা কাপফিশসস ১ টেবিল চামচতেল আধা কাপলবণ ১ চা চামচলাউ বা কুমড়োপাতা ১৫টি।
Advertisement
প্রণালি :
শুঁটকি ধুয়ে বেটে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি নরম করে ভেজে ধনেপাতা ও লাউ/কুমড়োপাতা ছাড়া সব উপকরণ দিয়ে ভুনে নিন।
এবার ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। ঠান্ডা করুন। পাতার মধ্যে পরিমাণমতো শুঁটকির পুর দিয়ে মুড়ে টুথপিক দিয়ে আটকে দিন। ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে গরম হলে ভেজে নিন। ২ পিঠ ভালোভাবে ভাজুন।
আরও পড়ুন: বিফ টিক্কা কাবাব তৈরি করবেন যেভাবে
Advertisement
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা সুস্বাদু শুঁটকি পাতুরি।
এইচএন/এমকেএইচ