রাজনীতি

পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

মার্কিন রাষ্ট্রদূতসহ কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গুলশান-২ নম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সূত্রে জানা যায়, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাই কমিশনার, অস্ট্রেলিয়ার হাই কমিশনার, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা বৈঠকে উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভরাডুবির পর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে তাদের নির্বাচিত এমপিরা শপথগ্রহণ থেকেও বিরত রয়েছেন। এছাড়া আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

Advertisement

কেএইচ/আরএস/এমএস