বিনোদন

তমার অতিথি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী। গেলো বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিজয়ী হয়ে চীন মাতিয়েছেন সম্প্রতি। সেই সাথে তাকে অংশ নিতে দেখা যায় নানান সামাজিক কর্মকান্ডে।

Advertisement

এবার এই সুন্দরী আসছেন দেশ টিভি আয়োজিত ‘প্রিয়তমার প্রিয়মুখ’ অনুষ্ঠানে। এখানে নতুন এক অভিজ্ঞতা অর্জন করলেন এই সুন্দরী। বিনোদন ভুবনের একজন করে তারকাদের কাজের গল্প নিয়ে ধারাবাহিকভাবে এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা।

ঐশী বলেন, ‘অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে বলবো খুবই ভালো। এর আগে এই অনুষ্ঠানের কিছু পর্ব দেখেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মিস ওয়ার্ল্ড জার্নির পাশাপাশি বর্তমান কাজ, ব্যক্তিগত জীবন ও ব্যস্ততা নিয়ে আড্ডা হয়েছে তমা আপুর সাথে। এই অনুষ্ঠানেই তার সঙ্গে আমার প্রথম দেখা। আপু অনেক বন্ধুসুলভ। সবকিছু মিলিয়ে আমি বেশ এনজয় করেছি।’

তমা মির্জা বলেন, ‘উপস্থাপনা করা বেশ কঠিন ও কষ্টসাধ্য কাজ। তবে অনুষ্ঠানটিতে উপস্হাপনা করে ভালো লাগছে। প্রতি পর্বে বিনোদন জগতের নানা মানুষদের নিয়ে প্রতিনিয়ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে।’

Advertisement

ঐশী প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐশী ভীষণ মিষ্টি একটা মেয়ে। অসম্ভব ভদ্র,নম্র ও মেধাবী। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার মত যোগ্যতা রাখে সে। ঐশীর জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা সে যেন তার কর্মকান্ডের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনে।’

‘প্রিয়তমা’র প্রিয়মুখ’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ফরিদা লিমা। এটি প্রতি শনিবার দেশ টিভিতে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে প্রচার করা হচ্ছে।

এলএ/এমএস

Advertisement