শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৬ সালের মধ্যে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। কোন এলাকা বিদ্যুৎবিহীন থাকবে না আর এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যুৎ হচ্ছে মানুষের জীবন যাত্রার চালিকা শক্তি। তাই বিদ্যুতের ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলায় গয়লাপুর-গজুকাটা-হাজড়াপাড়া গ্রামে এক কোটি ৩১ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ১২ কিলোমিটার বিদ্যুতায়নের উদ্বোধন, পাতন-দাসপাড়া-দেউলগ্রাম রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন, দুবাগ আইডিয়াল একাডেমিক নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুবাগ বাজার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন, চেঙ্গের খালের উপর নির্মিত সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষাই হচ্ছে শক্তি। শিক্ষার মাধ্যমে বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করা হবে। আর সেই লক্ষ্যে আমাদের নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। বিয়ানীবাজার-গোলাপগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা নতুন ভবন নির্মাণ করে দিয়েছি। যা অতীতে কোন সরকার করেনি। তিনি বলেন, এই এলাকার মানুষের দোয়া ভালবাসা ও সমর্থন নিয়ে আমি কাজ চালিয়ে যাচ্ছি। মানুষ যে আশা নিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে-প্রতিনিয়ত তাদের এই প্রত্যাশা পূরণের জন্য প্রাণ পর্ণে কাজ করে যাচ্ছি। গজুকাটায় বিদ্যুতায়নের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা নরুল ইসলাম এলএলবি, দুবাগ আইডিয়াল একাডেমিতে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফয়সল আহমদ, পাতন-দেউলগ্রামে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাহবুব হোসেন। ছামির মাহমুদ/এআরএ/পিআর
Advertisement