জাতীয়

কামরাঙ্গীরচরে হেলে পড়েছে পাঁচতলা ভবন

পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

সাঈদুল ইসলাম নামে ওই বাড়ির এক বাসিন্দা জাগো নিউজকে বলেন, ‘দুপুর ১২টার দিকে আমাদের মনে হয় ভূমিকম্প হচ্ছে। হালকা ঝাঁকুনি দেয়। এরপর সবাই বাড়ি থেকে নেমে পড়ি। নিচে নেমে দেখি বাড়িটি ৩ থেকে ৪ ফিটের মতো ডান দিকে হেলে পড়েছে।’

হেলে পড়ার পর জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও কামরাঙ্গীরচর থানা পুলিশ সবাইকে নিরাপদে নামিয়ে নিয়ে যায়। বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর জানিয়েছে, সোমবার দুপুর ১২টার দিকে হাজারীবাগ থানার অন্তর্ভুক্ত কামরাঙ্গীরের ৫৬ নম্বর ওয়ার্ডের একটি ভবন হেলে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।

Advertisement

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জরুরি সেবা ‘৯৯৯’থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে ভবনটি খালি করার চেষ্টা করছেন।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৫ এর পরিচালক শাহ্ আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাড়িটি নির্মাণে যে প্ল্যান তারা পাস করিয়েছিল, সেটি মানা হয়নি। ডোবার মতো একটি জায়গাকে ভরাট করে বাড়িটি করা হয়েছে।’

এ বাড়িটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও রাজউক।

কামরাঙ্গীরচর থানা পুলিশ জানায়, হেলে পড়া বাড়ির ভেতরেও বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ভবনটি যেদিকে হেলে পড়েছে সেদিকে কয়েকটি টিনসেড বাড়ি রয়েছে, সেখান থেকেও সব বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

Advertisement

এআর/এমএমজেড/এনডিএস/জেআইএম/এমএস