শিক্ষা

​আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা

আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হয়েছে।এরিয়া কমান্ডার, সদর দফতর লজিস্টিক্স এরিয়া ও ঢাকা এরিয়াস্থ সকল স্কুল ও কলেজের চিফ পেট্রন মেজর জেনারেল মিজানুর রহমান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল দল চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল রানার্স আপ হয়। কলেজ পর্যায়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল চ্যাম্পিয়ন  এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ দল রানার্স আপ হয়। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ২৯টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতাসমূহে বিজয়ী স্কুল পর্যায়ের ৮টি এবং কলেজ পর্যায়ের ৮টি দল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জি এস এম হামিদুর রহমান, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসএ/একে/পিআর​

Advertisement