দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ দিতেই পারে নিউজিল্যান্ড। চাইলে বাড়তি ধন্যবাদ দিতে পারে শ্রীলঙ্কাকেও। শ্রীলঙ্কার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে প্রোটিয়ারা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়াতেই না ইতিহাস গড়তে পারল কেন উইলিয়ামসনের দল।
Advertisement
কি সে ইতিহাস? আইসিসির টেস্ট র্যাংকিংয়ে দুই নাম্বারে উঠে আসা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ে দুইয়ে এসেছে নিউজিল্যান্ড।
ইতিহাসটা গড়া হয়ে যেত ডিসেম্বরেই। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে যদি প্রথম টেস্টটা ড্র না হতো। ওই সিরিজে ১-০ ব্যবধানে জেতে নিউজিল্যান্ড। ২-০ ব্যবধান হলেই র্যাংকিংয়ে দুইয়ে উঠে যেতো।
তাদের সেই অপেক্ষা ঘুচিয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ শুরুর আগে প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ছিল ১১০। হারের পর সেটা এখন দাঁড়িয়েছে ১০৫-এ। ফলে তিন নাম্বারে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা।
Advertisement
নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৭। তারা উঠে এসেছে দুই নাম্বারে। এক নাম্বারে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৬।
বৃহস্পতিবার থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে নিউজিল্যান্ডের। এই সিরিজে আরেকটি মাইলফলকের দ্বারপ্রান্তে কিউরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজটি জিতলে টানা পাঁচটি টেস্ট সিরিজ জেতার কীর্তি দেখাবে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেই ইতোমধ্যেই তারা রেকর্ড গড়েছে, জিতেছে টানা চারটি টেস্ট সিরিজ।
এর আগে চারবার টানা তিনটি টেস্ট সিরিজ জেতার কীর্তি ছিল কিউইদের। শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সেই রেকর্ড ভাঙে কেন উইলিয়ামসনের দল।
Advertisement
এমএমআর/আরআইপি