জাতীয়

প্রবাসী প্রকৌশলীদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু মঙ্গলবার

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি বা এনআরবি প্রকৌশলীদের সম্মেলন। আগামীকাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ফার্স্ট কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক দুই দিনব্যাপী এ আর্ন্তজাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষ হবে আগামী বুধবার (২৭ ফেব্রুয়ারি)।

Advertisement

রোববার বিকেলে এনইসি ভবন-২-এ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তৃতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ একথা জানান।

তিনি জানান, ২৬-২৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এ সম্মেলনটি সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় এ সম্মেলনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া সম্মেলনে ১২ জন মন্ত্রী, ২০ জন সেক্রেটারি উপস্থিত থাকবেন।

সচিব মনোয়ার আহমেদ বলেন, ‘বর্তমান সরকার দেশ গঠনে এনআরবিদের সকল অবদানকে একটি কাঠামোর আওতায় এনে আরও সহজ ও ঝঁকিমুক্ত করতে চায়। বিদেশে থাকা বাংলাদেশি প্রকৌশলীরা যাতে দেশে উন্নয়নমূলক কাজ করতে পারেন এ জন্যই এ সম্মেলন। ইআরডি, এটুআই এবং ব্রিজ টু বাংলাদেশের যৌথ উদ্দোগে এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মূল ধারণাটি আসে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের কাছ থেকে। ম্যাক্স গ্রুপ এই সম্মেলনের টাইটেল স্পন্সার।’

Advertisement

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইআরডি’র এডিশনাল সেক্রেটারি সুলতানা আফরোজ, কোন’র উপদেষ্টা ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, ব্রিজ টু বাংলাদেশ-এর চেয়ারম্যান আজাদুল হক ও এটুআইয়ের উপদেষ্টা আনির চৌধুরী প্রমুখ।

এমবিআর/আরআইপি