ভোলার তজুমদ্দিন উপজেলার নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি জীবিত হরিণ। জেলেদের কাছ থেকে উদ্ধার করার পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন বনবিভাগ ও পুলিশ সদস্যরা।
Advertisement
রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনার চরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ে হরিণটি।
স্থানীয় জেলেরা জানান, বিকেলের দিকে সোনার চরের মেঘনা নদীতে ইলিশ শিকারের জন্য জাল পাতেন জেলেরা। ওই সময় মেঘনা নদীর স্রোতে ভেসে আসা একটি বলগা (পুরুষ) হরিণ জালের সঙ্গে জড়িয়ে পড়ে। পরে জেলেরা হরিণটিকে উদ্ধার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় নিয়ে এলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তজুমদ্দিন থানা পুলিশের ওসি মো. ফারুক আহম্মেদ বলেন, মিঠা পানি পান করতে এলে হরিণটি পানির স্রোতে ভেসে আসে। ওই সময় জেলেদের জালে আটকে পড়ে এটি।
Advertisement
তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা হরিণটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেই। বনবিভাগ হরিণটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসন ভাঙ্গার চরে বনে অবমুক্ত করে।
জুয়েল সাহা বিকাশ/এফএ/আরআইপি