জাতীয়

সুন্দরবনে বাঘ কমায় সংসদীয় কমিটির উদ্বেগ

সুন্দরবনে বাঘ কমে যাওয়া সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সুন্দরবনে যারা অবৈধভাবে বন্য প্রাণী, বাঘ ও হরিণ শিকারের সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে কার্যকরী ভূমিকা পালনের সুপারিশ করা হয়েছে।জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশ নেন।সূত্র জানায়, বৈঠকে সুন্দরবনের বাঘের সংখ্যা নিরূপন এবং গাজীপুর জেলাধীন বন বিভাগের আওতাভূক্ত জমির অবৈধ দখল সম্পর্কিত বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হয়েছে।সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সঙ্গে জড়িতদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি প্রদানের সুপারিশ করা হয়। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারী পার্ক, কক্সবাজার চকোরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারী অ্যান্ড ইকোপার্কের বিভিন্ন অনিয়মের তদন্তকরন এবং পার্কগুলোকে আরো আকর্ষণীয় ও উন্নয়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য গঠিত ২ নং সাব-কমিটির প্রতিবেদন বৈঠকে পেশ করা হয় এবং মূল কমিটির সুপারিশসমূহ গৃহীত হয়। সাব-কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এবং প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এইচএস/এসআইএস/পিআর

Advertisement