আগের ৬ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ৮ গোলই করেছিলেন বিদেশি ফুটবলাররা। এর মধ্যে ৭ টিই করেছেন আইভরি কোস্টের বাল্লো ফামুসা। অবেশেষ স্থানীয় ফুটবলারদের কাছ থেকে গোল পেলেন দলের কোচ আবদুল কাইয়ুম সেন্টু। রোববার হোম ভেন্যু গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মেহেদী হাসান রয়েল ও সুজন বিশ্বাসের গোলে মুক্তিযোদ্ধা ২-০ ব্যবধানে হারিয়েছে বিজেএমসিকে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
Advertisement
৫১ মিনিটে বিজেএমসির দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের কোণ থেকে শটে গোল করে দলকে এগিয়ে নেন মেহেদী হাসান রয়েল। বিজেএমসি চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। উল্টো খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক আগে আরেকটি গোল হজম করে। প্রথম গোলদাতা মেহেদী হাসার রয়েলের পাস থেকে গোল করেন সুজন বিশ্বাস।
হোম ভেন্যুটা পয়মন্ত যেন মুক্তিযোদ্ধার জন্য। এই ভেন্যুতে তিন ম্যাচ খেলে দুটি জিতলো তারা। আগের জয়টি ছিল শেখ জামালের বিরুদ্ধে ৩-০ গোলে। এবার হারালো বিজেএমসিকে। ৭ ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা লিগে টেবিলের সপ্তম স্থানে। ৮ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে বিজেএমসি ১২ তম স্থানে।
আরআই/আইএইচএস/জেআইএম
Advertisement