লাইফস্টাইল

মেয়নেজ তৈরির সহজ রেসিপি

ফাস্টফুড জাতীয় খাবারের সাথে মেয়নেজ না হলে যেন চলেই না। এই মেয়নেজ দোকানে কিনতে পাওয়া যায়। তবে তা স্বাস্থ্যকর নাও হতে পারে। তাই ঘরেই তৈরি করে নিন সুস্বাদু মেয়নেজ। চলুন জেনে নেই সহজ রেসিপি-

Advertisement

আরও পড়ুন: হট প্রন কারি উইথ স্টিমড রাইস

উপকরণ:ডিম ১ টিগোলমরিচের গুঁড়া ১ চা চামচলেবুর রস ১ চা চামচভিনেগার ১ চা চামচচিনি ২ টেবিল চামচতেল ১ কাপ।

আরও পড়ুন: ইলিশের মাথা ভর্তার রেসিপি

Advertisement

প্রণালি:একটি ব্লেন্ডারে প্রথমে ডিম, চিনি, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, ভিনেগার ১ মিনিট ব্লেন্ড করে নিন। এরপর এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে আবার ১ মিনিট ব্লেন্ড করে নিন। এভাবে ১ মিনিট পরপর ১ কাপ তেল ৩ বারে ডিমের মিশ্রণের সাথে ব্লেন্ড করে নিন। এরপর পছন্দের খাবারের সাথে পরিবেশন করুন আপনার নিজের হাতের তৈরি মেয়নেজ।

এইচএন/জেআইএম