প্রবাস

পাওয়া যাচ্ছে না ‘আমরা ইতালি প্রবাসী’

ইতালি প্রবাসীদের বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক জানিয়ে দেয়া, দেশটির আইন-কানুন সম্পর্কে সাধারণ প্রবাসীদের অবগত করার জনপ্রিয় ফেসবুক পেজ ‘আমরা ইতালি প্রবাসী’ পেজটি হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পুনরায় চালু করতে ইতোমধ্যে অফিসিয়ালভাবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ফিরে পেতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ‌‘আমরা ইতালি প্রবাসী গ্রুপ।’

Advertisement

এ বিষয়ে পেজের সিও স্বপন দাস বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হতো এই পেজের মাধ্যমে। একই সঙ্গে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে ইতালি আইন পরামর্শকারী নিয়মিত লাইভে এসে আইন বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিতেন মোস্তাফিজুর রহমান বোরহান।’

তিনি বলেন, পেজটিতে১ লাখ ৮০ হাজার লাইক ও প্রায় ২ লাখ ফলোয়ার ছিল। ইতালির ঘটে যাওয়া ঘটনা সঙ্গে সঙ্গে আপডেট দেয়া হতো। ‘দুঃখের সঙ্গে বলতে হয় টেকনিক্যাল সমস্যা কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে পেজটি। এটি উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে বিকল্প উপায়ে প্রবাসীদের সেবা অব্যাহত রাখতে নতুন করে একই নামে আরেকটি পেজ খোলা হয়েছে।

এমআরএম/পিআর

Advertisement