দেশজুড়ে

ঝিনাইদহে এক জঙ্গি সদস্য আটক

ঝিনাইদহের মহেশপুর থেকে জসিম উদ্দীন নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৬।

Advertisement

ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বাবলা মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে অভিযান চালিয়ে জসিমকে আটক করে।

আটক জসিম বাবলা মাথাভাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার ফারুক হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল সেট, তিনটি সিম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব -৬ এর কোম্পানি কমান্ডার মো. মাসুদ আলম রোববার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

Advertisement

আটক জসিমের বিরুদ্ধে ফেসবুকে সংগঠনের মতাদর্শ প্রচারের মাধ্যমে ধর্মীয় উগ্রতাকে উসকে দেয়ার অভিযোগ আনা হয়। জসিম যশোর চৌগাছা উপজেলার বর্নী শাহাপুর কওমী মাদরাসায় ৮ বছর লেখাপড়া করার পর ঢাকার কেরানিগঞ্জের একটি মাদরাসায় ভর্তি হন। সেখান থেকে তিনি ধর্মীয় উগ্রবাদ মতাদর্শের সঙ্গে যুক্ত হন বলে সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/পিআর