কোরবানির ঈদে মানুষের যোগাযোগ সহজতর করতে মহাসড়কগুলোকে দখলমুক্ত করা হবে। যানজট সৃষ্টি করে এমন কোরবানির হাট বসতে দেয়া হবে না। যেকোনো মূল্যে মহাসড়ক যানজটমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দেশের বিভিন্ন মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা বন্ধ করায় মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে কমে গেছে। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি আর চলবেনা। এর আগে দুপুরে সড়কপথে তিনি রাজশাহীতে পৌঁছেন। প্রথমেই তিনি সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ছাড়াও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোরবানির ঈদে মানুষের যোগাযোগ সহজতর করতে মহাসড়ক যানজটমুক্ত রাখার নির্দেশ দেন। মহাসড়কে তুলনামূলকভাবে এখন দুর্ঘটনা কমে এসেছে বলেও জানান তিনি। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই
Advertisement