তথ্যপ্রযুক্তি

পদত্যাগ করলেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা

পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করলেন মাইক্রোব্লগ টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও ইভান উইলিয়ামস। শুক্রবার এক টুইটে তিনি এ ঘোষণা দেন।

Advertisement

ওই টুইটে তিনি বলেন, টুইটারে ১২টি বছর খুবই অসাধারণ কেটেছে। আমি থাকাকালীন সময়ে প্রতিষ্ঠানটি যা অর্জন করতে পেরেছে তাতে আমি গর্বিত। অন্য প্রজেক্টে বেশি সময় বরাদ্দ করলেও আমার শেকড় টুইটারেই থাকবে।

চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করবেন উল্লেখ করে তিনি বলেন, আমার সকল সহকর্মীকে ধন্যবাদ। আশাকরি টুইটার আরো ভালো করবে।

২০০৭ সালে জ্যাক ডরসি ও বিজ স্টোনের সঙ্গে মিলে ইভান উইলিয়াম টুইটার প্রতিষ্ঠা করেন। ২০০৮-১০ পর্যন্ত তিনি টুইটারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

এএ