রাজনীতি

২ বছর পর ছাত্রদলের নতুন কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিতে রাজিব হাসানকে সভাপতি ও আকরামুল হাসানকে  সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী রাজিব আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কবি জসীম উদদীন হলে থাকতেন। আকরামুল হাসান ছিলেন গত কমিটিতে যুগ্ম সম্পাদক পদে। তিনি পড়তেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে, থাকতেন বঙ্গবন্ধু হলে।মঙ্গলবার রাতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১ সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতেতে জানানো হয়, বেগম খালেদা জিয়া ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে ২০১ সদস্যের আংশিক এই কমিটি অনুমোদন দিয়েছেন।নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইসহাক সরকার। এছাড়া নতুন কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান হিমেল, দপ্তর সম্পাদক হয়েছেন আবদুস সাত্তার পাটোয়ারী।ছাত্রদলের নতুন এই কমিটির গঠনের আগে গত দেড় মাস ধরে খালেদা জিয়া সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিন দফা বৈঠক করেন।২০১২ সালের ৪ সেপ্টেম্বর আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে সভাপতি এবং হাবিবুর রশীদ হাবিবকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। দুই বছর পর সেই কমিটি ভেঙে দেওয়া হল।

Advertisement