খেলাধুলা

নেইমার-এমবাপে থাকছেনই, পিএসজিতে যোগ দেবে আরও বড় তারকা

‘ফাইনানসিয়াল ফেয়ার প্লে রেগুলেশন’ তথা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আর্থিক সঙ্গতির নিয়মের কারণে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) খেলোয়াড় বিক্রি করে দিতে হবে- এমন খবর চাউর হয়েছিল ইউরোপিয়ান ফুটবল পাড়ায়। গুঞ্জন শোনা গিয়েছিল দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র কিংবা তরুণ কাইলিয়ান এমবাপেকে হয়তো ছেড়ে দেবে ক্লাবটি।

Advertisement

তবে পিএসজির মালিক নাসের আল খেলাইফি সাফ জানিয়েছেন তার দল থেকে বিক্রি করা হবে না কাউকে। উল্টো দলে আরও বড় তারকাদের নেয়ার কথা বলেন খেলাইফি।

স্থানীয় সংবাদমাধ্যমে পিএসজির মালিক বলেন, ‘এটা ১০০ ভাগ নয়, ২০০০ ভাগ নিশ্চিত যে নেইমার ও এমবাপ্রে প্যারিসেই থাকছে। অনেক সংবাদমাধ্যম বিশেষ করে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যমগুলো প্রচার করছে যে আমাদের হয়তো নেইমার বা এমবাপেকে বিক্রি করতে হবে। তবে আমি নিশ্চিত করতে চাই তারা দুজনই এখানে থাকবে।’

এসময় দলে আরও বড় তারকা নেয়ার সম্ভাবনার কথা জানিয়ে খেলাইফি বলেন, ‘আমরা অবশ্যই আরও বড় তারকা নিতে চাই। তবে সেটা নিশ্চিতভাবেই ফাইনানসিয়াল ফেয়ার প্লে নিয়ম মেনে। আমরা আত্মবিশ্বাসী। খুব শীঘ্রই দলে বড় তারকা নিতে পারবো আমরা।’

Advertisement

এসএএস/জেআইএম