রাজনীতি

দেশে চলছে প্রশাসনিক দাসত্ব : খন্দকার মোশাররফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভূ-তত্ত্ববিদ ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে চলছে প্রশাসনিক দাসত্ব। বিগত নির্বাচনে এই প্রশাসনিক দাসত্বের বিষয়টি ফুটে উঠেছে।

Advertisement

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত তৈমুর আলম খন্দকার রচিত ‘নিশি রাত্রির দ্বি-প্রহর’ ও ‘মিথ্যার কাছে জাতি পরাজিত’ গ্রন্থের প্রকাশনা, পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশে জবাবদিহিতার রাজনীতি নেই। সরকার কাউকে পাত্তা দিতে চাইছে না। ক্ষমতায় টিকে থাকার জন্য যা দরকার সবই করছে। গণতন্ত্র, মানবাধিকার-কোনো কিছুই আজ নিরাপদ নয়।’

অনুষ্ঠানে স্ব-রচিত ‘নিশি রাত্রির দ্বি-প্রহর’ ও ‘মিথ্যার কাছে জাতি পরাজিত’ গ্রন্থ সম্পর্কে তৈমুর আলম খন্দকার বলেন, ‘মানসিক দাসত্বের কারণে আজ বিবেকের স্বাধীনতা ধ্বংস হয়ে গেছে। দেশের জনগণ ও গণতন্ত্র অসহায় হয়ে পড়েছে সরকারের স্টিমরোলারের কাছে। এসব বিষয় তুলে ধরা হয়েছে গ্রন্থ দুটির ভেতর।’

Advertisement

তিনি বলেন, ‘গ্রন্থ দুটিতে দেশ, জনগণ ও সরকারের বিষয়ে অনেক কিছু লেখা হলেও মূলে রয়েছে বর্তমান সরকারের স্বরূপ উন্মোচন। বই দুটি পড়ে দেশের মানুষ উপকৃত হবে। গণতন্ত্রকামী মানুষ তাদের মুক্তির সনদ খুঁজে পাবেন।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কবি ও সাংবাদিক আব্দুল হক শিকদার প্রমুখ।

আরএম/এসআর/এমকেএইচ

Advertisement