দেশজুড়ে

জিন আতঙ্কে ৭ শ্রমিক অসুস্থ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রফতানিমুখী একটি পোশাক কারখানায় জিন আতঙ্কের গুজবে সাত নারী শ্রমিক গণ হিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং নামে পোশাক কারখানায় প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন। দুপুরে কারখানার সাত তলা ভবনের তৃতীয় তলায় সাত শ্রমিক জিন আতঙ্কের গুজবে গণ হিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।  এরপর এ গুজব পুরো পোশাক কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। আতঙ্কে আক্রান্ত শ্রমিকরা হলেন, জয়াসমিন আক্তার, রুনা আক্তার, মরিয়ম আক্তার, আজিমা আক্তার, লিপি আক্তার, আছমা বেগম, খুকি আক্তার। তাদের ভুলতায় হযরত শাহজালাল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পোশাক কারখানার প্রশাসনিক সিনিয়র কর্মকর্তা মাহাবুব আলম জাগো নিউজকে বলেন, জিন বা প্রেতাত্মা বলতে এখানে কিছুই নেই। একটি গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। এছাড়া কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। মো.শাহাদাৎ হোসেন/এমজেড

Advertisement