বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি`র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
Advertisement
মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষার্থীদের টিউশন ফি`র ওপর সরকার অবৈধ ভ্যাট বসিয়েছে। শিক্ষা হলো নাগরিকের মৌলিক অধিকার, রাষ্ট্রের কাজ হলো শিক্ষার্থীদের শিক্ষার সুব্যবস্থা করা। কিন্তু বর্তমান সরকার শিক্ষার সেই মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি জি এম রুহুল আমিন বলেন, ইতিপূর্বে আমরা সরকারকে বিভিন্ন ভাবে আমাদের দাবি জানিয়েছি কিন্তু সরকার আমাদের দাবিকে কোনভাবেই ভ্রুক্ষেপ করছে না। শিক্ষার্থীদের শিক্ষার সুব্যবস্থা করতে টিউশন ফি`র ওপর সরকার অবৈধ ভ্যাট প্রত্যাহারের যথাযত ব্যবস্থা নিন নইলে লাখো শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পরবে।
১৯৯১ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে কিন্তু তা আজ একটি ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে অভিযোগ করে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি শেখ মুহা. নূর-উন-নাবী বলেন, ব্যয়বহুল হওয়া সত্ত্বেও লাখো শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। তাই সরকারের উচিত এসব শিক্ষার্থীদের ভর্তুকি দিয়ে তাদের পড়াশুনার পথ সুগম করা।সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. ইলিয়াস, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি এহতেশামুল হক, উত্তরের সহ সভাপতি জহিরুল ইসলাম ইমরান প্রমুখ।
আএসএস/এসএইচএস
Advertisement