রাজনীতি

আমরা বসে নেই, চকবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছি : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা এমন একটি সময় এখানে আলোচনা করছি যখন চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত-আহতদের পরিবার মাতম করছে। একুশে ফেব্রুয়ারি রাতে আমরা যখন শোক পালন করছি তখন অগ্নিকাণ্ডে আরেক শোকের সৃষ্টি হয়। যাকে বলে শোকের ওপর শোক।

Advertisement

তিনি বলেন, আমরা বসে নেই। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি। তাদের সহযোগিতা করছি। চকবাজারের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে সরকার।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

প্রসঙ্গত গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পৌনে ১১টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ধীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।

Advertisement

এফএইচএস/এমএমজেড/পিআর