ইরাকের পশ্চিমাঞ্চলের রামাদি শহরের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনা সূত্রের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহত সেনা কর্মকর্তারা হলেন, মেজর জেনারেল আবদেল রহমান আবু রাগিফ ও ব্রিগেডিয়ার জেনারেল সাফিন আবদেল মজিদ। এছাড়া এ ঘটনায় অন্যান্য হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আনবারের রাজধানী রামাদির উত্তরে সেনাবাহিনীর সদস্যরা একটি বিস্ফোরক ভর্তি গাড়ির গতিরোধ করলে ওই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দুই জেনারেলসহ পাঁচজন নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ সেনাসদস্য।রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমের রামাদি শহরটি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা নিয়ন্ত্রণ করছে। এসআইএস/এমআরআই
Advertisement