তথ্যপ্রযুক্তি

ধানমন্ডিতে উদ্যোক্তা হাট শুরু

রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে তিনদিনব্যাপি উদ্যোক্তা হাট। ব্যতিক্রমী এই হাটের উদ্যোগ নিয়েছে ‘চাকরি খুঁজব না চাকরি দেব’।

Advertisement

শুক্রবার সকালে ধানমণ্ডির ২৭ নম্বরে ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে উদ্যোক্তা হাটের উদ্বোধন করেন বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ উদ্যোগের প্রধান ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, আইপে সিস্টেম লিমিটেডের হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী প্রমুখ।

উদ্যোক্তা হাটের সমন্বয়ক প্রমি নাহিদ জানান, হাটে অংশগ্রহণকারীদের মধ্যে অনলাইন উদ্যোক্তাদের সংখ্যাই বেশি। অনলাইন থেকে অফলাইনে এনে উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্যই আমাদের এই উদ্যোগ। আশাকরি এর মাধ্যমে উদ্যোক্তাদের মধ্যে নতুন সেতুবন্ধন গড়ে উঠবে।

Advertisement

এই হাট আগামী রোববার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাট খোলা থাকবে। এতে ৫০টি স্টলে উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রি করছেন। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।

এএ/এমকেএইচ