মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে দেশটির রাজধানী ভিয়েনার ফ্লোরিসডরফের স্থানীয় এক হলরুমে এ আলোচনা সভা হয়।
Advertisement
সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি এম হাফিজুর রহমান খন্দকার, সহ-সভাপতি রুহি দাস সাহা, দফতর সম্পাদক ইমরুল কায়েস, আইনবিষয়ক সম্পাদক মাহাবুব খান শামীম, সদস্য জহিরুল ইসলাম তুহিনসহ অস্ট্রিয়া আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অতি দ্রুত বাংলা স্কুল এবং স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি জানান। আলোচনা সভা শেষে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হাসান তামিম/জেডএ/এমকেএইচ
Advertisement