খেলাধুলা

নয়টি শূন্য, ৯ রানেই অলআউট

০, ০, ০, ০, ৬, ০, ০, ০, ০, ০ এবং ০*! ভাবছেন এতো শূন্যের বাহার কেনো? আবার মাঝে একটি ৬-ই বা কেন? আসলে এগুলো কোনো সংখ্যার খেলা নয়। নিতান্তই একটি ম্যাচে এগারো জনের করা রানের তালিকা।

Advertisement

যে ম্যাচে শূন্য রানে তথা ডাক মেরে আউট হয়েছেন ৯ ব্যাটসম্যান, শূন্য রানে অপরাজিত ছিলেন একজন এবং সবেধন নীলমণি হয়ে ৬টি রান করতে পেরেছেন কেবল একজন। প্রতিপক্ষ দল ম্যাচ জিতে নিয়েছে মাত্র ৬ বলের মধ্যেই।

ঘটনা ভারতের পন্ডিচেরির পালমেইরা ক্রিকেট গ্রাউন্ডে সিনিয়র নারী টি-টোয়েন্টি লিগে মিজোরাম বনাম মধ্য প্রদেশের মধ্যকার ম্যাচের। যেখানে ৯টি ডাকের খেসারত দিয়ে মাত্র ৯ রানে অলআউট হয়েছে মিজোরাম। ম্যাচটি ১০ উইকেটে জিততে মাত্র ৬ বল খরচ করেছে মধ্য প্রদেশ।

মিজোরামের পক্ষে একমাত্র রানের দেখা পেয়েছেন পাঁচ রানে ব্যাট করতে নামা অপুর্ব ভার্দওয়াজ। ৬ রান করতে ভার্দওয়াজ খেলেছেন ২৫টি বল, হাঁকিয়েছেন ১টি বাউন্ডারি। মিজোরামের ইনিংসের বাকি ৩ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।

Advertisement

মধ্য প্রদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তারাঙ ঝা। ৪ ওভারের স্পেলে মোট ২৪টি বল করে মাত্র ১ রান খরচ করেছেন তিনি, নিয়েছেন ৪টি উইকেট।

রান তাড়া করতে নেমে ১০ রানের অর্ধেক বোনাসই পেয়েছে মধ্য প্রদেশ। ব্যাট হাতে মিজোরামের পক্ষে রান করতে পারা একমাত্র ব্যাটসম্যান ভার্দওয়াজ বল হাতে পাঁচ রান দিয়েছেন ওয়াইড থেকেই। যে কারণে প্রথম ওভারেই ম্যাচ জিতে যায় মধ্য প্রদেশ।

চলতি টুর্নামেন্টে এটি মিজোরামের টানা দ্বিতীয় ব্যাটিং ব্যর্থতা। এর আগে বুধবার তারা কেরালার বিপক্ষে অলআউট হয়েছিল মাত্র ২৪ রানে। সে ম্যাচেও ১০ উইকেটে হেরেছিল মিজোরাম।

এসএএস/পিআর

Advertisement