দেশজুড়ে

অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবারকল্যাণ মন্ত্রী মো. জাহিদ মালেক বলেছেন, পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ঢাকায় চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। চিকিৎসকরা দগ্ধদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। সবগুলো হাসপাতালকেই প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাতে পৌনে ১টার দিকে পাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী সকাল সাড়ে ৮টার দিকে প্রেস ব্রিফিংয়ে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও মরদেহ থাকতে পারে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা জানা যাবে না বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

Advertisement

ছামির মাহমুদ/আরএআর/জেআইএম