ঈশ্বরদী থানা, পাবনা ডিবি ও সুজানগর থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার গভীর রাতে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী পৌর এলাকার স্কুলপাড়াস্থ আবুল সালেহের গোয়াল ঘরের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় দু’রাউন্ড তাজা গুলিসহ এ পাকিস্তানি পিস্তলটি উদ্ধার করা হয়। সুজানগর থানায় একটি ডাকাতি, হত্যা, চাদাবজি, অস্ত্র, রাজনৈতিক সহিংসতাসহ ১২টি মামালায় গ্রেফতারকৃত আসামি ও মৃত আব্দুস সামাদের ছেলে ছাত্রদল নেতা মেহেদী হাসানের স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়। মেহেদীকে গত ১৬ জুন ঈশ্বরদী থানা পুলিশ স্কুল পাড়াস্থ কামেনী হাসপাতালের নাইড গার্ড আলম হত্যা মামলায় অস্ত্রসহ গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। পরে সুজানগর থানার একটি বাড়ির ডাকাতি মামলার আসামি হিসেবে দু’দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের তথ্য পুলিশকে জানান। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু ওবায়েদের দেওয়া তথ্যে এসব জানা গেছে।আলাউদ্দিন আহমেদ/এমজেড/এমআরআই
Advertisement