খেলাধুলা

বিশ্বকাপ খেলতে দিল্লি যাচ্ছেন ১১ শ্যুটার

বিশ্বকাপে অংশ নিতে ভারত যাচ্ছেন ১১ শ্যুটার। বৃহস্পতিবার ভারতের দিল্লিতে শুরু হবে শ্যুটিংয়ের সর্বোচ্চ এ প্রতিযোগিতা। ১৪ সসদ্যের বাংলাদেশ দল শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

Advertisement

১১ শ্যুটারের সঙ্গে যাচ্ছেন দুই কোচ ও একজন কর্মকর্তা। রাইফেল কোচ হিসেবে যাচ্ছেন গোলাম সফিউদ্দিন খান ও পিস্তল কোচ কোরিয়ান কিম ইল ইয়ং।

শ্যুটারদের ৬ জন পিস্তল ইভেন্টে এবং ৫ জন রাইফেলে। আবদুল্লাহ হেল বাকি, রবিউল ইসলাম, অর্ণব শারার লাদিফ, সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা অংশ নেবেন রাইফেলে।

পিস্তল ইভেন্টে অংশ নেবেন শাকিল আহমেদ, নুর হাসান আলিফ, আবদুর রাজ্জাক, আরদিনা ফেরদৌস, আরমিন আশা ও নিলুফা ইয়াসমিন।

Advertisement

আরআই/আইএইচএস/জেআইএম