রাজধানীর কদমতলী থানার পলাশপুর থেকে ৫০ কেজি গাঁজা ও সাড়ে তিনশ বোতল ফেনসিডিল ও নগদ অর্থসহ প্রায় ২২ টাকা লাখ মূল্যের মালামাল জব্দ করেছে কদমতলী থানা পুলিশ।বৃহস্পতিবার দুপুর সাড়ে ডিএমপির সংবাদের সম্মেলনে ওয়ারী বিভাগের পুলিশের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বুধবার দিবাগত রাতে মাদকের এই চালান নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ব্যবসায়ী আবদুল মতিন ও তার স্ত্রী রেখা আক্তার। পরে পুলিশ ৫০ কেজি গাঁজা ও সাড়ে তিনশ বোতল ফেনসিডিল, দুইটি পাসপোর্ট একটি প্রাইভেটকার ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে।তিনি জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। আসামিরা কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত দিয়ে ফেনসিডিল, গাঁজা এনে ঢাকা শহরের বিভিন্নস্থানে সরবরাহ করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।জেইউ/এসকেডি/এমআরআই
Advertisement