বিনোদন

কাকতালীয় বললেন সুবর্ণা মুস্তাফা

বাবার মৃত্যুর দিনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও একুশে পদক গ্রহণের বিষয়কে কাকতালীয় বললেন অভিনেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

Advertisement

বুধবার জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সুবর্ণা মুস্তাফা বলেন, কাকতালীয়ভাবে জীবনের সুখ-দুঃখ মিলে-মিশে একাকার হয়ে যায়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে ভালো লাগছে জানিয়ে তিনি বলেন, সংরক্ষিত আসনে নারীদের প্রতিনিধিত্ব করতে আসা সহজ বিষয় নয়। আমার জন্য এটা একেবারেই নতুন অঙ্গন।

সুবর্ণা মুস্তাফা বলেন, সংরক্ষিত আসনটা নারী ক্ষমতায়নের জন্য একটা সুযোগ। আমার বিশ্বাস আমরা যারা আজকে শপথ গ্রহণ করেছি তারা নিজেদের কাজের জায়গাটা খুব শিগগিরই বুঝে উঠতে পারব। কারণ, আমি ছাড়া বাকিরা সবাই একেবারে তৃণমূল পর্যায়ে রাজনীতি করে উঠে এসেছেন।

Advertisement

এই অভিনেত্রী বলেন, নারীর ক্ষমতায়ন অবশ্যই চ্যালেঞ্জের। সেই ক্ষমতা বাড়ানো যায় সঠিকভাবে কাজ করলে।

আজই তিনি একুশে পদক গ্রহণ করবেন। এবার কণ্ঠশিল্পী সুবীর নন্দী, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ বিশিষ্টজন একুশে পদক পাচ্ছেন। এইউএ/জেডএ/এমকেএইচ