টঙ্গীর তুরাগ তীরে দুই পর্বে অনুষ্ঠিত ৫৪তম বিশ্ব ইজতেমা সম্পন্ন হলো গতকাল ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশের কাকরাইল মারকাজ ও দিল্লির নিজামুদ্দিন মারকাজের তত্ত্বাবধানে দুই পর্বে পরিচালিত হলো এবারের বিশ্ব ইজতেমা। উভয় ইজতেমা থেকে বের হয়েছে ৪ হাজার ৪৩ জামাত।
Advertisement
দ্বিতীয় পর্বের ইজতেমা থেকে সর্বমোট ১২৩৯ জামাত বের হয়েছে। এর আগে কাকরাইল মারকাজ পরিচালিত প্রথম পর্ব থেকে বের হয়েছে ১৫৭৫ জামাত।
৫৪তম ইজতেমার দ্বিতীয় পর্বে ইজতেমা ময়দান থেকে বিভিন্ন সময় ও বিভাগ থেকে যেসব জামাত বের হয়েছে, তার বিস্তারিত পরিসংখ্যান হলো-- ৩ চিল্লার জামাত > ২৪টি- ১ চিল্লার জামাত > ৮২১টি- দিনের জামাত > ৭৯টি
- বধির জামাত > ৩টি- আরব জামাত > ১টি- উর্দু জামাত > ৪টি- ইংরেজী জামাত > ৮টি- মাস্তুরাতসহ জামাত > ৭০টি
Advertisement
- বিদেশগামী (৫মাসের) জামাত > ৭২টি- বিদেশগামী (১ চিল্লার) জামাত > ২২টি
- হজ্জ ও ওমরার জামাত > ১০টি এবং- নিজামুদ্দিন মারকাজের জামাত > ১২৫টি
আরও পড়ুন > যেভাবে বাংলাদেশে বিশ্ব ইজতেমা শুরু হলো
এছাড়াও প্রত্যেক জেলা থেকে অনেক জামাত বের হয়েছে। জেলাগুলোর জামাত ছাড়া ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব থেকে সর্বমোট ১২৩৯ জামাত দাওয়াতে দ্বীনের মেহনতে বের হয়েছে।
Advertisement
এমএমএস/এমএস