শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক ও স্টাইল ক্রাফটকে স্পট মার্কেট থেকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
Advertisement
মঙ্গলবার বিএসইসির ৬৭৬তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ১৬ আগস্ট মুন্নু সিরামিককে স্পটে ও মুন্নু স্টাফলার্সের লেনদেন স্থগিতাদেশ দিয়েছিল বিএসইসি। পরবর্তীতে ১৭ অক্টোবর মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার লেনদেন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে কোম্পানিটিকে অনির্দিষ্টকালের জন্য স্পট মার্কেটে নেয়ার সিদ্ধান্ত হয়।
সাইফুর রহমান জানিয়েছেন, বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থে কোম্পানিগুলোকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। যা ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
Advertisement
এমএএস/বিএ