বিনোদন

‘আটক হইনি’, স্ট্যাটাস দিয়ে মুছে ফেললেন সালমান মুক্তাদির

সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটে আনা হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকেল ৪টায় তাকে মিন্টো রোডের ডিএমপি হেড কোয়ার্টার্সের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

তবে রাত পৌনে ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সালমান মুক্তাদির। পোস্টে তিনি লিখেছেন, Guys no i'm not arrested. This is frustrating me stop it! Stop sharing fake news!!! Please (আমি আটক হইনি আটকের সংবাদগুলো আমাকে হতাশ করছে। অনুগ্রহ করে এসব সংবাদ শেয়ার করা বন্ধ করুন।)

পোস্টটিতে এক হাজারের বেশি কমেন্ট পড়লেও পোস্টের ৪০ মিনিট পর তা মুছে দেয়া হয়েছে।

Advertisement

সালমানের বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার স্যারের সেফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে বিকেল ৪টায় সালমান মুক্তাদিরকে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

রাত পৌনে ১০টা পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ কিংবা ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এআর/বিএ

Advertisement