খেলাধুলা

সবার ওপরে দ্রগবার দেশের ফামুসা

আইভরি কোস্টের ফুটবলার বাল্লো ফামুসা মনে হয় একটি গোল পছন্দ করেন না। যেদিনই গোল করবেন একাধিক। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের এই ফরোয়ার্ড গোলের খাতা খুলেছিলেন হ্যাটট্রিক করে। তারপর করছেন জোড়ায় জোড়ায়।

Advertisement

সবশেষ মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে জোড়া গোল করলেন রহমতগঞ্জের বিরুদ্ধে। ৬ ম্যাচে ৭ গোল করে দিদিয়ের দ্রগবার দেশের এই ফুটবলার বাংলাদেশ প্রিমিয়ার লিগের গোলদাতাদের তালিকায় সবার উপরে।

জোড়া গোল করেও বাল্লো জেতাতে পারেননি মুক্তিযোদ্ধাকে। তিনি দুই গোলে দলকে এগিয়ে দিলেও রক্ষণভাগ সেই গোল ধরে রাখতে পারেনি। রহমতগঞ্জ গোল শোধ করে ঘরে ফিরেছে এক পয়েন্ট নিয়ে।

১৪ ও ২০ মিনিটে গোল করে মুক্তিযোদ্ধাকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ফামুসা। কিন্তু চার মিনিট পরই জাপানি মিডফিল্ডার কাতোর লালকার্ড সর্বনাশ করে মুক্তিযোদ্ধাকে। ১০ জনের দল পেয়ে রহমতগঞ্জ চড়াও হয়ে খেলে এবং ২-২ গোলে ড্র করে ছিনিয়ে নেয় এক পয়েন্ট।

Advertisement

৫১ মিনিটে সোহেল রানা ও ৫৬ মিনিটে চৌমরিন রাখাইন গোল করেন। ৬ ম্যাচে মুক্তিযোদ্ধার ৭ পয়েন্ট। ৭ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ৪।

আরআই/এসএএস/এমএস