শিক্ষা

স্বচ্ছতার প্রশ্নে কখনও আপস করবেন না শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবে। তাদের সঠিক মানুষরূপে গড়ে তোলার জন্যই আমরা সব প্রচেষ্টা গ্রহণ করেছি। গত ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। এ ভিতের উপর দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে।

Advertisement

মঙ্গলবার রাজধানীর টিকাটুলিতে সেন্ট্রাল উইমেন্স কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের একটি বিরাট ঐতিহ্য রয়েছে। এর নামের সঙ্গে বিরূপ কোনো কিছু, অন্যায় কোনো কিছু যাতে যুক্ত না হয়। অন্যায় কিছু হলে স্বচ্ছতা ও ন্যায়বিচারের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী হিসেবে স্বচ্ছতার প্রশ্নে কখনও আপস করবেন না বলেও তিনি এ সময় মন্তব্য করেন।

Advertisement

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সাবেক সচিব মাহমুদা শারমিন বেনু এবং কলেজের উপাধ্যক্ষ আফরোজা আক্তার।

এমএইচএম/জেডএ/এমএস