খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলার প্রয়োজন নেই : হরভজন

বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই অন্যরকম উত্তেজনা। দুই দেশের চির প্রতিদ্বন্দ্বিতা বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে এ ম্যাচকে ঘিরে। আর যদি ম্যাচটি হয় বিশ্বকাপের মতো বড় আসরের, তাহলে যেনো তা ছাড়িয়ে যায় যেকোনো ম্যাচকেই।

Advertisement

ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে তেমনই এক ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের। আগামী জুন মাসের ১৬ তারিখ ওল্ড ট্রাফোর্ডে রাউন্ড রবিন লিগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

কিন্তু সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার কারণে ভারতের সাধারণ ক্রিকেট ভক্ত-সমর্থকরা এরই মধ্যে আহ্বান জানিয়েছে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাতিল করার। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হরভজন সিং।

ডানহাতি এ অফস্পিনার মনে করেন খেলাধুলার আগে আসে দেশ এবং যেহেতু পাকিস্তানের জঙ্গী সংগঠন ভারতে হামলা করেছে তাই তাদের সঙ্গে ক্রিকেটসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিৎ ভারতের।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘ক্রিকেট দূরে থাক, পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্কই রাখার দরকার নেই। ১৬ জুন তারিখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলার কোনো প্রয়োজন নেই। আমাদের জন্য সবকিছুর আগে আসে দেশ এবং আমরা আমাদের নিহত সেনা সদস্যদের পাশেই আছি।’

কিন্তু পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেললে সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে যাবে ভারতের জন্য। কেননা তখন তাদের লড়তে হবে ৮ ম্যাচ খেলে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার হরভজন প্রস্তুত রেখেছেন এমন পরিস্থিতিরও সমাধান।

তিনি মনে করেন পাকিস্তানের বিপক্ষে না খেললেও সেমিফাইনালে যাওয়ার মতো যথেষ্ঠ শক্তিশালী বিরাট কোহলির দল। হরভজন বলেন, ‘দীর্ঘদিন ধরেই পাকিস্তান এমন সীমান্তে সন্ত্রাসকে উসকে দিচ্ছে এবং এবারের হামলাটা সত্যিই বেদনাদায়ক ছিল। পাকিস্তানের বিপক্ষে না খেললে যদি পয়েন্ট খোয়াতে হয় তাতেও সমস্যা নেই। কারণ আমি বিশ্বাস করি সে ম্যাচটি না খেললেও সেমিফাইনাল খেলার মতো শক্তি আছে ভারতের।’

এসএএস/এমএস

Advertisement