বাড়িতে মিষ্টি তৈরি করতে পারলে তা স্বাস্থ্যের পক্ষে ভালো। কারণ দোকানে তৈরি মিষ্টি অনেকক্ষেত্রে অস্বাস্থ্যকর হতে পারে। উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন রাজভোগ মিষ্টি। রেসিপি জেনে নিন-
Advertisement
আরও পড়ুন: পাউরুটি দিয়ে পুডিং তৈরি করবেন যেভাবে
উপকরণ:ছানা- ১ কাপআমন্ড- ১ টেবিল চামচময়দা- ১ চা চামচসুজি- ১ চা চামচ জাফরান- ১/৪ চা চামচচিনি- ১ কাপকাজু বাদাম- ১ টেবিল চামচপেস্তা বাদাম- ৩/৪ টেবিল চামচএলাচ- ১ চা চামচপানি- ২ কাপ
আরও পড়ুন: নারিকেলের মালাই বরফি তৈরির রেসিপি
Advertisement
প্রণালি:
আমন্ড, এলাচ, পেস্তা বাদাম ও কাজু বাদাম একসঙ্গে পিষে গুঁড়া তৈরি করুন। ছানা ভালো করে মেখে নিন। ময়দা, সুজি ও বাদামের গুঁড়া দিয়ে আবার মাখান। ডো থেকে মিষ্টির আকারের বল তৈরি করুন। চুলায় পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন। জাফরান দিয়ে দিন। সিরা তৈরি হলে ছানার মিষ্টি ছেড়ে দিন। ৪ থেকে ৫ মিনিট জ্বাল দিন। আরও খানিকটা পানি দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। মিষ্টি ফুলে উঠলে নামান। ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার রাজভোগ মিষ্টি।
এইচএন/আরআইপি
Advertisement