সাহিত্য

একুশ মানে

একুশ মানে ঐক্যবদ্ধ মুষ্ঠিবদ্ধ হাত, প্রতিবাদ আর অধিকারের প্রত্যয়ী প্রভাত। একুশ মানে উন্নত শীর মুক্তির চেতনা, স্বাধীকার উন্মেষ আর বিজয়ের প্রেরণা।

Advertisement

সবার মনে কালো রঙে শোকের ছোঁয়া বয়, আমার মনে সব রঙেই রক্তক্ষরণ হয়।

সাদায় সদা দুঃখ বয় স্বামীহারা বোনে, লাল-ফাগুনে আগুন জ্বলেদেশপ্রেমিকের মনে।

নীল বেদনায় আজও নির্বাক পুত্রহারা বাবা, লাল-সবুজের জমিন মনে ছড়িয়ে যায় প্রভা।

Advertisement

এসইউ/পিআর