জাতীয়

আবারো বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম

আবারো বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। জানা গেছে, বিদ্যুতের দাম গড়ে ৩ শতাংশ হারে এবং গ্যাসের দাম ২৫ শতাংশ হারে বাড়াতে যাচ্ছে সরকার। দায়িত্বশীল সূত্র এ তথ্য জানা গেছে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বিদ্যুতের নতুন দাম নির্ধারণের ঘোষণা আসতে পারে। তবে কি পরিমাণ দাম বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে কিছু জানাননি তিনি।এদিকে আবাসিকসহ অন্য ক্ষেত্রে দাম বাড়লেও সেচের ক্ষেত্রে বিদ্যুতের দাম অপরিবর্তিত এবং সার ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের দাম অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা যায়।আরএস

Advertisement