জাতীয়

বসিলায় বুড়িগঙ্গা তীরে ২য় দিনের উচ্ছেদ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বুড়িগঙ্গা তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানের ৪র্থ পর্যায়ে দ্বিতীয়দিনের মতো অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

Advertisement

মঙ্গলবার বসিলা ব্রিজের উত্তর অংশে থেকে এই অভিযান শুরু হয়।

এর আগে গতকাল সোমবার বসিলায় উচ্ছেদ অভিযানের প্রথম দিন ১২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়, যার মধ্যে একটি চারতলা ভবন, আটটি তিনতলা ভবন, ১১টি দোতলা ভবন এবং ৪২টি একতলা ভবন রয়েছে। এছাড়া ৩৩টি আধাপাকা এবং ২৫টি টং ঘর উচ্ছেদ করা হয়। এর আগে তিন দফায় নয় দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের প্রায় ১৫শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।

প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, উচ্ছেদের পর আমরা সীমানা চিহ্নিত করে নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করে দেবো। ভেতরে গাছ লাগিয়ে দেব, যেন কেউ পুনরায় দখল করতে না পারে।

Advertisement

এএস/এমবিআর/এমএস