জাতীয়

আচরণের দিক দিয়ে আমরা ভালো জাতি নই : মান্নান

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা সম্ভবত পৃথিবীতে আচরণের দিক দিয়ে ভালো জাতি নই। জাতিগতভাবেই আমাদের স্বভাবে উগ্রতা রয়েছে।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন ও বার্ষিক প্রকাশনার মোড়ন উন্মোচন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তাদের অধিকতর কড়াকড়ি আরোপের ক্ষেত্রে সাধারণ যাত্রীরা অনেক সময় হয়রানির শিকার হচ্ছেন। এক্ষেত্রে এই হয়রানি বন্ধে নজরদারি রয়েছে কি না এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার কাজ চলছে। সুশাসন প্রতিষ্ঠার কাজ সরকারের প্রধান শেখ হাসিনার এবার পক্ষে সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠার চলমান এ প্রক্রিয়ায় সবাইকে অংশ নিতে এগিয়ে আসতে হবে।অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ প্রতিমন্ত্রী আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার প্রক্রিয়ার বাইরে নয় রাজস্ব বোর্ড। সম্প্রতি রাজস্ব বোর্ড বেশ কিছু যুগোপযুগী পদক্ষেপ বাস্তবায়ন করেছে দাবি করে তিনি রাজস্ব বোর্ড প্রধানকে ধন্যবাদ জানান।তিনি বলেন, সরকারের প্রতিটি সংস্কারই ইতিবাচক। ইতবাচক দৃষ্টিভঙ্গি নিযে সরকার বেশ কিছু সংস্কার নিয়ে এসেছে। এর মধ্যে রাজস্ব বোর্ড এর সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হবে।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কোনো কর্মকর্তা সাধারণ যাত্রীকে যেন অহেতুক হয়রানি না করেন সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিমন্ত্রী বলেন, আচরণগতভাবে আমরা সভ্য না। তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তা হিসেবে প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কারো সঙ্গে খারাপ আচরণ বা হয়রানি করা যাবে না।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, শুল্ক গোয়েন্দা বিভাগ ও তদন্ত অধিদফতরে মহাপরিচালক(ডিজি) ড. মইনুল খান।অনুষ্ঠান শুরুর আগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।উল্লেখ্য, এখন থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নতুন প্রধান কার্যালয় আইডিইবি ভবনের ৯ তলায়।  জেইউ/এআরএস

Advertisement