একুশে বইমেলা

সাংবাদিক মারিয়া সালামের ‘নীলকণ্ঠী’

রোহিঙ্গা শিশুরা স্বজন হারানোর শোক কাটিয়ে না উঠতেই জীবিকার তাগিদে কাঁধে তুলে নিচ্ছে দেহের ওজনের দ্বিগুণ মালামাল, নেমেছে কুলির কাজে। ছোট্ট জীর্ণশীর্ণ শরীরগুলো বাইরে থেকে দেখা গেলেও মনের ক্ষতগুলো আড়ালেই রয়ে যাচ্ছে।

Advertisement

অন্যদিকে, আমাদের দেশ মা ও শিশুর চিকিৎসার ক্ষেত্রে এখনো অনেকটাই পিছিয়ে। এমনই একজন নারী টুকটুকি। যে একটু সচেতনতার অভাবে জীবনের চল্লিশটি বছর কাটিয়ে দেয় গোয়াল ঘরে। বুক থেকে ছিনিয়ে নেওয়া হয় দুধের শিশু। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে এক নারী। আবার তেইশ বছর পরে একই রূপে তার জীবনে আসতে চায় দশ বছরের ছোট আরেকজন।

এছাড়া ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিককে হারিয়ে ফেলে অপলা। তারপর শুরু হয় পথে পথে খোঁজার পালা। এসব টানাপড়েনের ছয়টি ছোটগল্প নিয়ে লেখক-সাংবাদিক মারিয়া সালামের ছোটগল্প সংকলন ‘নীলকণ্ঠী’। বইটি এবারের অমর একুশে বইমেলায় এনেছে কাশবন প্রকাশন।

বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। বইমেলার ১৪২ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এছাড়া রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন।

Advertisement

এসইউ/পিআর