রাজধানীর খিলক্ষেত থানাধীন পুড়াতলী বাজার এলাকা থেকে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় গাঁজাবহনকারী একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
Advertisement
র্যাব-২ এর একটি দল সোমবার রাত ১১টার দিকে খিলক্ষেত থানাধীন পুড়াতলীস্থ মোফ এসি ইলেকট্রিক অটোমোবাইলস্ থেকে গাঁজাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মো. হুমায়ন (৪৫), শহীদুল ইসলাম (৩৫) ও জামাল হোসেন ওরফে শাহ আলম (৩৬)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, ব্রাহ্মণবাড়ীয়া থেকে রাজধানীগামী একটি পিকআরপ গাঁজার বড় চালান আসার খবরে অভিযানে নামে র্যাব-২ এর একটি দল।
Advertisement
রাজধানীর খিলক্ষেত থানাধীন পুড়াতলীর মোফ এসি ইলেকট্রিক অটোমোবাইলসের সামনে চেকপোস্ট বসায় র্যাব-২। রাত পৌনে ১১টার দিকে চেকপোস্টে ওই মিনি পিকআপটিকে থাোনোর সিগন্যাল দিলে লাফিয়ে পালানোর চেষ্টা করে তিন মাদক ব্যবসায়ী। এ সময় তাদের আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদের পর পিকআপের পিছনের বডির লোহার পাতের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্কচটেপ দ্বারা মোড়ানো ৩০ প্যাকেট গাঁজা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটকৃতরা আরও জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ব্রাহ্মণবাড়ীয়া থেকে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় করে পিকআপে বিভিন্ন মালামাল পরিবহনের অন্তরালে সেগুলো এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জেইউ/এমএমজেড/এমএস
Advertisement