দেশজুড়ে

মুন্সীগঞ্জে ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খন্দকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খন্দকার জানান, দীর্ঘ দিন ধরেই সরকারি জায়গার ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে বসবাস ও ব্যবসা করে আসছিলেন ২৬ জন ব্যক্তি। ২০১৯ সালের ২০ জানুয়ারি জেলা প্রশাসন অবৈধ স্থাপনা থেকে সরে যেতে তাদের নোটিশ দেয়। তারপরও তারা অবৈধ স্থাপনায় বসবাসসহ ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছিল। ফলে আজ সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

উচ্ছেদ করা দোকানের মালিক আতোয়ার রহমান জানান, সরকার থেকে লিজ নিয়েই এই জায়গায় বসতঘর ও দোকানপাট নির্মাণ করেছিলেন তিনি। দীর্ঘ দিন ধরেই সেখানে তারা বসবাস ও ব্যবসা করে আসছিলেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমকেএইচ

Advertisement