বিনোদন

গুরুতর অসুস্থ কুদ্দুস বয়াতি, প্রয়োজন উন্নত চিকিৎসা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লোকগানের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি। খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়। খবরটি নিশ্চিত করেছেন কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস।

Advertisement

ইলিয়াস জাগো নিউজকে বলেন, ‘গত ৭-৮ দিন ধরে কিছুই খেতে পারছিলেন না আব্বা। দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই। এখন মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি।’

খাদ্যনালীতে কঠিন সমস্যা হয়েছে কুদ্দুস বয়াতির। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে। শিগগিরই তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলেও জানালেন ইলিয়াস। মহাখালির হাসপাতালে ময়মনসিংহের এম এ আজিজ নামের এক ব্যক্তি ভর্তি করিয়ে দিয়েছেন বলেনও জানান তিনি।

এরই মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানও পেয়েছেন কুদ্দুস বয়াতি। গেল বছর ৮ নভেম্বর লোকশিল্পী কুদ্দুস বয়াতিকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সময় আরও সরকারি অনুদান পেয়েছেন প্রবীর মিত্র ও নায়িকা নূতন। এমএবি/এলএ/এমকেএইচ

Advertisement